রাজনীতি

শমসের মবিন রিমান্ডে

বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার বিকালে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে মহানগর হাকিম এমদাদুল হক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।  শাহবাগ থানার এসআই এ কে এম সাইদুল হক ভুঁইয়া বিকালে শমসের মবিনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানান। তবে আদালতে সানাউল্লাহ মিয়া ও তাহেরুল ইসলাম তৌহিদসহ বিএনপির কয়েক আইনজীবী পুলিশের রিমান্ড আবেদন বাতিল করে শমসের মবিনের জামিন আবেদন করেন। পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশনের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান তার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বনানীর বাসা থেকে শমসের মবিনকে আটক করে পুলিশ। এরপর তাকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর বকশীবাজারে বিএনপি ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এর মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা চালিয়ে তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ছবি বিশ্বাস নিজে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।সংঘর্ষের পর রাতে পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় সংসদ সদস্যকে  হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়, যাতে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়।শমসের মবিন চৌধুরীর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটকের পর ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।