শেষ মুহূর্তে পাটে বিছা পোকার আত্রমণে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। রাজবাড়ীর ৫ উপজেলার পাটক্ষেতে এ চিত্র দেখা গেছে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, এতে ফলনের কোনো ক্ষতি হবে না।পাটচাষী মাসুদুর রহমান, ক্বারী আব্দুল মজিদ, আ. সাত্তার জানান, এ বছর পাট চাষে যে পরিমাণ খরচ হয়েছে তা তোলাও দুষ্কর হয়ে পড়েছে। পাটের বীজ বোনার সময় খড়ার কারণে সেচ দিতে হয়েছে। ঘন ঘন সেচ ও খড়ায় পাট মরে যায়। তারপরও ভালো ফলনের আশা করলেও বর্তমানে বিছা ও ছটকা পোকার আক্রমণ হওয়ায় ফলন বিপর্যয় হবে। এতে কৃষকের পাট চাষের খরচ উঠবে না বলে শঙ্কা প্রকাশ করছেন তারা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শ্রী নিবাস দেবনাথ জানান, জেলায় এবার ৪০ হাজার হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৪৮ হাজার হেক্টর জমিতে। তবে শেষ দিকে পোকার আক্রমণ হলেও ফলনের কোনো ক্ষতি হবে না। এতে পাট চাষীদের চিন্তার কোনো কারণ নেই।রুবেলুর রহমান/এসএস/এমএস