পিরোজপুরের মঠবাড়িয়া-মিরুখালী সড়কের হারজী এলাকায় মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রের সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষকের নাম আবু সরদার। তিনি উপজেলার খায়েরঘটিচোরা গ্রামের মৃত আফসার সরদারের ছেলে এবং স্থানীয় মধ্য গিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস ইসলাম জানান, সকালে আবু সরদার ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে বাড়ি থেকে মঠবাড়িয়া সদরে যাচ্ছিলেন। পথে হারজী এলাকায় ওই মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সংঘর্ষ হয়। এতে আবু সরদার ও মোটরসাইকেলের চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আবু সরদারকে মৃত ঘোষণা করেন। হাসান মামুন/এসএস/এমএস