দেশজুড়ে

বাগেরহাট থেকে শিবির নেতা গ্রেফতার

নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি  ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক শেখ এনামুল কবিরকে পুুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে বাগেরহাটে কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এনামুল কচুয়া উপজেলার আড়িয়ামর্দন গ্রামের মো. আইয়ুব আলী শেখের ছেলে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পাস করেন। কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, শিবির নেতা এনামুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর সদর থানায় নাশকতা, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে। সম্প্রতি ঢাকা ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এনামুল চট্টগ্রাম থেকে পালিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করতো এবং কিছু দিন পর পর গ্রামের বাড়ি আড়িয়ামর্দন এলাকায় আসতো। এনামুল গ্রামের বাড়ি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে।পুলিশ আরও জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি। বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।শওকত আলী বাবু/এসএস/এমএস