দুর্ঘটনা, হত্যা নাকি আত্মহত্যা! এমন ধোঁয়াশাই সৃষ্টি হয়েছে ব্রিটিশ মডেল ও টিভি অভিনেত্রী অ্যামি স্পেন্সারের মৃত্যুকে ঘিরে। নিজ বাসার জানালা দিয়ে নিচে পড়ে গিয়ে আহত হওয়ার পর আজ সাসেক্সের কমিউনিটি হাসপাতালে মারা যান ব্রিটিশ টিভি সিরিজ ‘জিওর্ডি শোর’র অভিনেত্রী স্পেন্সার। জানা যায়, ১১ জুলাই নিজের দোতলা ফ্ল্যাটের জানালা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন এই ২৮ বছর বয়সী তারকা মডেল। তারপরই তাকে ভর্তি করা হয় সাসেক্সের একটি কমিউনিটি হাসপাতালে। সেখানেই মৃত্যুর সাথে লড়াই করে বুধবার মারা যান তিনি। তবে এটি কি শুধুই একটি দুর্ঘটনা নাকি হত্যা সেটি খতিয়ে দেখছে সাসেক্সের স্থানীয় পুলিশ। অ্যামির বাসায় অবস্থান করা এক নারী গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে পুলিশ। আশা করা যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসবে অ্যামির মৃত্যুর মূল রহস্য। আরএএইচ/এলএ/এমএস