পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপ্তেন মজুমদার বাপ্পির মেয়ে দিশা মজুমদার আত্মহত্যা করেছে। সে উপজেলার দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। জানা গেছে, বুধবার দুপুরে বাবা কলেজ শিক্ষক দীপ্তেন মজুমদার ও মা স্থানীয় দীঘিরজান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিউলি মজুমদার বাসায় ফিরে মেয়েকে বিকেলে খেতে ডাকেন। এসময় তার বোন চতুর্থ শ্রেণির ছাত্রী তিশা বড় বোনকে খেতে ডাকতে নিজ ঘরের দোতলায় গিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। এ ব্যাপারে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মল্লিক জানান, বিষয়টি শুনে ময়নাতদন্তের সুরতহালের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। হাসান মামুন/এআরএ/আরআইপি