জাতীয়

এফবিআই-এর প্রশিক্ষণ নিতে যাচ্ছেন ডিএমপি’র সানোয়ার

ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন যুক্তরাষ্ট্রের এফবিআই ন্যাশনাল একাডেমিতে উচ্চতর প্রশিক্ষণে অংশ নিতে ঢাকা ছাড়ছেন সোমবার।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, “আগামী ১১ জানুয়ারি থেকে ২০ মার্চ ২০১৫ পর্যন্ত এফবিআই ন্যাশনাল একাডেমি, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র’র অন্যতম সম্মানজনক এবং উচ্চতর পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত ২৫৯তম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে এবার নির্বাচিত হয়েছেন সানোয়ার হোসেন।সানোয়ার হোসেন জাগোনিউজকে বলেন, সারা বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকে একাধিক প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে প্রতি বছর ১৫ থেকে ২০ জন পুলিশ কর্মকর্তাকে এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয় বলেও জানান তিনি।নির্বাচিত পুলিশ কর্মকর্তারা দুই শতাধিক ঊর্ধ্বতন এফবিআই কর্মকর্তার সাথে ২ মাস ১০ দিনব্যাপী ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট-এর সার্বিক তত্ত্বাবধানে এবং আমন্ত্রণে এই উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন বলেও জানান তিনি।ইতিপূর্বে এই প্রশিক্ষণে আরো চার জন বাংলাদেশি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিবার্চিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করার পর মার্চ, ২০০৮ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মজীবন শুরু করেন।তিনি ঢাকা মহানগর এলাকার চাঞ্চল্যকর অনেক হত্যা মামলার রহস্য উন্মোচন, অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, দেশি-বিদেশি জঙ্গি গ্রেফতার, বোমা নিষ্ক্রিয়করণ এবং বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধারসহ নানাবিধ অপরাধ নির্মূলকরণে পেশাদারিত্ব প্রদর্শন করে প্রশংসিত হয়েছেন।তিনি অত্যন্ত সাফল্যজনকভাবে পেশাগত দায়িত্ব পালনের কৃতিত্ব সরূপ ২০০৯ এবং ২০১২ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)-সেবা অর্জন করেন।ইতিপূর্বে এপ্রিল, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে পরপর তিন বার তিনটি প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। তা হলো, কোর্স এপ্রিল(১) EIC (Explosives Incident Countermeasures) কোর্স এপ্রিল ২০০৬,(২) PBI (Post Blast Investigation) কোর্স আগস্ট ২০০৯ এবং (৩)VVIP Protection & TST (Tactical Support Team) কোর্স সেপ্টেম্বর ২০১১।অতঃপর তিনি দেশে ফিরে ২০০৯ সাল থেকে ঢাকা মহানগর পুলিশের অন্যতম বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিটের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।তিনি গত ২০১৩ সালে অতিঃ পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত পাওয়ার পর পুনঃরায় ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে অতিঃ উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।ঢাকা মহানগর পুলিশের এন্টি কিডন্যাপিং স্কোয়াড (একস) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ)-এর ইনর্চাজ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।তিনি এফবিআই ন্যাশনাল একাডেমির প্রশিক্ষণ শেষে ২০১৫-এর মার্চের শেষ সপ্তাহে দেশে ফেরত আসবেন বলে আশা প্রকাশ করেছেন।