বিনোদন

সালমার নতুন দুই অ্যালবাম

আধুনিক এবং লালনগীতি নিয়ে এবছর দুটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন ক্লোজআপ তারকা সালমা। ইতিমধ্যে সালমা তার লালনগীতির অ্যালবামের কাজ প্রায় গুছিয়ে এনেছেন। এই অ্যালবামের কাজ শেষ হলেই আধুনিক গানের অ্যালবামের কাজ শুরু করবেন তিনি।এ সম্পর্কে সালমা বলেন, `প্রথমবার একসঙ্গে দুটি অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিলাম। বর্তমানে লালন সঙ্গীতের অ্যালবামটির কাজ করছি। দু-এক মাসের মধ্যেই এর কাজ শেষ হয়ে যাবে। এর পরপরই আধুনিক গানের অ্যালবামের কাজ শুরু করব। ইতোমধ্যে এই অ্যালবামের গান সংগ্রহের কাজ শুরু করেছি। এর কাজ দ্রুত গতিতে শেষ করব। দুটি অ্যালবাম একই দিনে প্রকাশ করার ইচ্ছা রয়েছে।`উল্লেখ্য, গত বছর সালমার সর্বশেষ একক অ্যালবাম `স্বপ্ন উড়াইলা` প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে তিনি এই অ্যালবামের বেশ কয়েকটি গানের ভিডিও প্রকাশ করেছেন।