কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ইমতিয়াজ বিন মুসাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে বিএনপি প্রার্থী মো. কামাল হোসেন মেয়র পদে তার মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু তিনি ভুল তথ্য দেয়ার অভিযোগে গত ১৩ জুলাই মনোনয়ন পত্র বাছাইয়ের দিনে উপজেলা নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে। পরবর্তীতে তিনি আর আপীল না করে নির্বাচন বর্জন করেন। ফলে কোনো বাধা ছাড়াই আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হন।উল্লেখ্য, গত ৭ এপ্রিল পৌরসভার সাবেক মেয়র আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়। তিনি বর্তমান মেয়র ইমতিয়াজের চাচা ছিলেন। ইমতিয়াজ বিন মুসা কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক মিয়া জানান, পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিএনপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা গোপন করার অভিযোগে তার মনোনয়পত্র বাতিল হয়ে যায়। ফলে আওয়ামী লীগ প্রার্থীকে আজ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত ঘোষণা করা হয়। আসাদুজ্জামান ফারুক/এফএ/এবিএস