দেশজুড়ে

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে গোজারী রবিদাশ (২৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের নিকটবর্তী বিরাইমপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ।  নিহত গোজারী রবিদাশ ভাড়াউড়া চা বাগানের হরিকুমার রবিদাশের ছেলে।শ্রীমঙ্গল জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লোক মুখে খবর পেয়ে দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল আউটার সিগন্যাল (বিরাইমপুর) থেকে ট্রেনে দ্বি-খণ্ডিত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তার পরিবারের লোকজন এসে শনাক্ত করে। তবে কোন সময় কোন ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন এ তথ্য দিতে কেউ দিতে পারেননি।শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, ভোরে কোনো ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যেতে পারেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা ও লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।এসএস/পিআর