দেশজুড়ে

নাজিরপুরে এক পদে দুইজন

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে দুজন দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। জানা গেছে, গত ১ জুনের স্মারক নং-৩৮.১০১.০১৯.০০.০০.০০৮.২০১৫-১২৯ মোতাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে দায়িত্বে থাকা কৃষ্ণপদ সরকারকে বদলি করে তার নিজ উপজেলা বাগেরহাটের ফকিরহাটে এবং তার স্থলে (নাজিরপুর) জেলার কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে বদলি করা হয়। কিন্তু বদলির আদেশের পর গত ১৩ জুলাই উভয় কর্মকর্তার স্মারক নং-জেপ্রাশিঅ/পিরোজ/৪২৯৬/২ অনুযায়ী পূর্ববর্তী কর্মস্থল থেকে অব্যাহতি প্রদান করা হয়। সে অনুযায়ী রফিকুল ইসলাম গত ১৮ জুলাই নাজিরপুরে যোগদান করেন। কিন্তু কৃষ্ণপদ সরকার তার কর্মস্থলে যোগদান না করে নাজিরপুরের দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার ওই অফিসে গিয়ে দেখা গেছে, কৃষ্ণপদ সরকার তার আগের চেয়ারে (সরকার নির্ধরিত চেয়ার) বসে আছেন। আর তার পাশেই ছোট একটি চেয়ারে বসে আছেন সদ্য যোগ দেয়া শিক্ষা কর্মকর্তা। সামনেই আছেন বেশ কিছু শিক্ষক। এ ব্যাপারে সদ্য যোগ দেয়া শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, শিক্ষা কর্মকর্তা কৃষ্ণপদ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার নিজ উপজেলায় এবং আমাকে (রফিকুল ইসলাম) এখানে (নাজিরপুর) বদলি করা হয়েছে। এ ব্যাপারে কৃষ্ণপদ সরকার জানান, ‘আমি যাবো না তা তো বলিনি। এতো ভয় কিসের ? হাসান মামুন/এসএস/আরআইপি