দেশজুড়ে

চেয়ারম্যানের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে ৫টি সংখ্যালঘু পরিবারের ছয় একর কৃষিজমি দখল করে মাছের ঘের করার অভিযোগে উঠেছে।পিরোজপুর প্রেসক্লাবে বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, মঠবাড়িয়া উপজেলা শাখা ও ভুক্তভোগীরা।  এ সময় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি অমল চন্দ্র হালদার।ভুক্তভোগীদের অভিযোগ, তুষখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার তুষখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ২৯২ খতিয়ানের ৪৩১ দাগের বেপারী ও বিশ্বাস বংশের ৫ হিন্দু পরিবারের ছয় একর কৃষিজমি জোরপূর্বক দখল করে মাছের ঘের করেন।জমি দখলের প্রতিবাদ করলে চেয়ারম্যান শাহজাহান হাওলাদার তাদের ভয়ভীতি প্রদর্শনসহ দেশ ত্যাগের হুমকি দেন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চেয়ারম্যানের হাত থেকে শিগগিরই জমি উদ্ধার করে যেন তাদের হস্তান্তর করা হয়।  হাসান মামুন/এএম/পিআর