বাগেরহাটের মোরেলগঞ্জে এক কলেজছাত্রীর ওড়না কেড়ে নেয়ার অপরাধে বখাটে রাসেল খলিফার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হুদা বৃহস্পতিবার বিকেল ৩টায় এই দণ্ডাদেশ দেন। রাসেল খলিফা (২০) ভাষান্দল গ্রামের মৃত আব্দুর রহিম খলিফার ছেলে। রাসেল মোরেলগঞ্জ এস এম কলেজের প্রথম বর্ষের ছাত্র। জানা গেছে, রাসেল খলিফা সকাল ৯টার দিকে রাস্তায় বসে সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর ওড়না কেড়ে নিয়ে নিজের মাথায় পেঁচায়। এসময় ওই ছাত্রীর সঙ্গে থাকা বান্ধবীরা অনেক অনুনয় বিনয় করলেও রাসেল ওড়নাটি ফেরত দেয়নি। খবর পেয়ে সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম ও ছাত্ররা গিয়ে বখাটে রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ বিকেল ৩টায় তাকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেয়। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হুদা বলেন, ছাত্রীকে ইভ টিজিং ও ওড়না কেড়ে নিয়ে সম্ভমহানির দায়ে বখাটে রাসেল খলিফাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শওকত আলী বাবু/এআরএ/পিআর