জাতীয়

প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে : শেখ হাসিনা

চিকিৎসকদের সংখ্যা বাড়াতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে ৬টি মেডিকেল কলেজসহ সেনা সদর দপ্তরের অধীন ৫টি নতুন আর্মি মেডিকেল কলেজে এমবিবিএস ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চিকিৎসকদের সংখ্যা বাড়াতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকেও বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে।মেডিকেল কলেজের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারে। কেউ যেন না খেয়ে, রোগে, শোকে কষ্ট না পায়, সে জন্য সরকার কাজ করছে।শেখ হাসিনা বলেন, চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। মানুষ চিকিৎসাসেবা না পেয়ে রোগে, শোকে, ধুঁকে, ধুঁকে কষ্ট পেয়ে মারা যাবে, এটা হতে পারে না।সরকার বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজ করার অনুমতি দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলে দিয়েছি এসব মেডিকেল কলেজ যেন মানসম্মত হয়। সেখান থেকে যেন রোগী মারা চিকিৎসক বের না হয়।## নতুন ১১ মেডিকেলের যাত্রা শুরু