দেশজুড়ে

আবারো বাগেরহাট সরকারি পিসি কলেজের গাছ লুট

বাগেরহাট সরকারি পি সি কলেজ ক্যাম্পাস থেকে আবারো মূল্যবান একটি মেহগনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।   বৃহ্স্পতিবার কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার রাতে দুর্বৃত্তরা এ গাছ কেটে নিয়ে যায়। গত ৫-৬ মাস আগে অনুরূপ প্রায় দুই লাখ টাকা মূল্যের ৪টি গাছ কেটে নিয়ে গেছে। কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিরাতে প্রভাবশালী সংঘবদ্ধ দুবৃর্ত্তরা কলেজের মূল্যবান লোহাররড, পাইপসহ নানা মালামাল লুটে নিচ্ছে। তবে রহস্যজনক কারণে এসব বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, কলেজের অধ্যক্ষের কম্পাউন্ড (চৌহদ্দী)-এর মধ্য থেকে দুবৃর্ত্তরা বড় একটি মেহগনি গাছ কেটে নিয়ে গেছে। এ গাছটির মূল্য কমপক্ষে ৫০ হাজার টাকা হবে জানিয়েছেন কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শেখ মোস্তহিদুল আলম গাছ চুরির অভিযোগ স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অধ্যক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তিনি ঢাকা থেকে ফিরলে ব্যবস্থা নেয়া হবে।বাগেরহাট সরকারি পি.সি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এএইচএম ছালেক বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।তবে নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক জানান, একের পর এক গাছ, রড, পাইপ সহ কলেজের মূল্যবান মালামাল লুটে নিয়ে যাওয়ার বিষয়টি টিচার্স কাউন্সিলের সভায় উত্থাপন করা হলেও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। শওকত আলী বাবু/এএম