রাজনীতি

শোভাযাত্রায় শারীরিক নির্যাতন: ছাত্রলীগে হাতাহাতি

রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শোভাযাত্রার সময় এক মেয়েকে শারীরিক নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের দিকে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার ট্রাক থেকে মহানগরীর কোর্ট এলাকার কর্মীরা এক মেয়েকে শারীরিক নির্যাতন করে।এ সময় প্রতিবাদ জানায় শোভাযাত্রায় থাকা কুমারপাড়া এলাকার কর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শোভাযাত্রা শেষে তারা দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার তাদের সমঝোতা করে দেন।