দেশের চলমান অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।শুক্রবার ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ডের ৪ নং কুপের ওয়ার্কওভার কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আগামীতে বিশ্বে যে ১০টি দেশ উন্নতিসাধন করবে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। দেশের চলমান এ অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপির প্রতি ইঙ্গিত করে বাণিজ্যমন্ত্রী বলেন, যারা ৯২ দিন ধংসযজ্ঞ চালিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, যুদ্ধাপরাধীদের বিচারকার্যে বাধা দিয়েছে, তারাই বিভিন্ন নামে দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে জঙ্গি অপ-তৎপরতা মোকাবেলা করছে । ইতিমধ্যে জঙ্গি ইন্দনদাতাদের চিহ্নিত করতেও সক্ষম হয়েছে তারা। একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হয়েছিল, তেমনি শেখ হাসিনার নেতৃত্বেও প্রত্যেক ঘরে ঘরে সন্ত্রাসবিরোধী দুর্গ গড়ে তোলার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। ভোলাকে অপার সম্ভবনাসময় জেলা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এখানে পর্যাপ্ত গ্যাসের মজুদ রয়েছে। ইতিমধ্যে ৪টি কুপের খনন শেষ হয়েছে। আরো ২টি কুপ খনন করা হবে। যার মাধ্যমে ভোলা হবে একটি শিল্পনগরী। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ, বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান, জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অমিতাভ অপু/এএম/এমএস