নলছিটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের বিরুদ্ধে গাভী পালনের চাষিদের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রোজেক্ট (আইএপিপি) প্রকল্পের বরাদ্দকৃত ২০১৫-১৬ অর্থ বছরে নলছিটি উপজেলার কাঠিপাড়া ও কুমারখালী গ্রামে গাভী পালনের জন্য ২টি গ্রুপ গঠন করা হয়। ডা. পলাশ সরকার গাভী পালন বাবদ বরাদ্দকৃত ১ লাখ ৮৫ হাজার ৪শ টাকা থেকে ১ লাখ ২৬ হাজার টাকা আত্মসাত করে বিতরণ করেছেন মাত্র ৫৯ হাজার ৪শ টাকা। এতে কৃষকরা ক্ষুব্ধ হয়ে আইএপিপি প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৫-১৬ অর্থ বছরে আইএপিপি প্রকল্পে ঝালকাঠির নলছিটি উপজেলার কাঠিপাড়া গ্রামে গাভী পালন গ্রুপ গঠন করা হয়। বছরের শুরুতে গ্রুপ সদস্যদের একদিন প্রশিক্ষণ দিয়ে বরাদ্দকৃত ৯০ হাজার ৭শ টাকার ২৮ হাজার ৬শ টাকা প্রদান করেন এবং ৬২ হাজার ১শ টাকা আত্মসাত করেন। এছাড়া কুমারখালী গ্রামের গাভী পালনের গ্রুপকে কোনো প্রশিক্ষণ না দিয়েই বরাদ্দকৃত ৯৪ হাজার ৭শ টাকার ৬৩ হাজার ৯শ টাকাই আত্মসাত করেছেন নলছিটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। অভিযোগে স্বাক্ষর করেন কাঠিপাড়া গ্রুপের আবু সুফিয়ান, মো. নুরুল হক, ফারুক হাওলাদার, আ. জলিল মল্লিক, মো. সাজ্জাদ এবং কুমারখালী গ্রুপের মো. সাইদুল ইসলাম, মো. এনামুল তালুকদার, মো. কবির হোসেন, সেকান্দার তালুকদার ও ইউসুফ আলী হাওলাদার। আতিকুর রহমান/এফএ/এমএস