দেশজুড়ে

ভারতীয় পানের জোয়ারে হতাশ সাতক্ষীরার পানচাষিরা

সাতক্ষীরায় দিন দিন পান চাষির সংখ্যা বাড়লেও দেশে অবাদে ভারতীয় পানের প্রবেশে হতাশ হয়ে পড়েছেন দেশি জাতের পানচাষিরা। শুরুতেই ভারতীয় পান আমদানি বন্ধ করা না গেলে পান চাষে আগ্রহ হারাবেন সাতক্ষীরার প্রায় আড়াই হাজার পানচাষি।একদিকে বৈধ উপায়ে ভারত থেকে পান আমদানি করা হচ্ছে অন্যদিকে অবৈধভাবে চোরাচালানীরা ভারত থেকে নিয়ে আসছে পান। ভোমরা বন্দর দিয়ে অবৈধ উপায়ে ভারত থেকে আনা পান বিজিবি জব্দ করলেও থেমে নেই অসাধু ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্তে চালান করা হয় ভারত থেকে আনা এসব পান।পাটকেলঘাটা এলাকার পানচাষি গনেশ জাগো নিউজকে জানান, ভারতীয় পানের পণ ৪০-৬০ টাকা আর দেশি পানের পণ ১০০-১৩০ টাকা। ভারতীয় পানের দাম কম হওয়ায় ব্যবসায়ীরা ভারতীয় পান কিনছেন। ভারতীয় পান দেশে প্রবেশ নিষিদ্ধ করা জরুরি। তা না হলে আমাদের এ পেশা ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। এছাড়া সরকারিভাবে কৃষক কার্ড ও ভর্তুকির ব্যবস্থা করলেও তারা উপকৃত হবে বলে জানান তিনি।পান ব্যবসায়ী নজরুল ও পুলন বলেন, ভারতীয় পান কম দামে পাওয়া যায় ফলে লাভও বেশি হয়। কিন্তু দেশি পানের দাম বেশি আবার লাভও কম।কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, আমরা পান চাষিদের শুধুমাত্র প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকি। ভোমরা স্থলবন্দর দিয়ে কী পরিমাণ পান দেশে প্রবেশ করছে এটা আমার জানা নেই। তবে ভারতীয় পান দেশে আসায় সাতক্ষীরার প্রায় আড়াই হাজার পানচাষি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আকরামুল ইসলাম/এফএ/এমএস