জাতীয়

আজ আখেরি মোনাজাত

টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া দুইপর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার দুপুরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ। গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। আখেরি মুনাজাতে শরিক হতে শনিবার রাত থেকে মুসল্লিগণ বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, ট্রেন ও ট্রলারে করে টঙ্গীতে আসতে শুরু করেছেন। রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন ভিড় এড়াতে নানা ঝক্কি ঝামেলা উপেক্ষা করে রাতেই টঙ্গীতে অবস্থান নিয়েছেন। আখেরি মোনাজাতে অংশ নিতে ভিন দেশ থেকেও এসেছেন অনেকে। যারা আগে আসতে পারেননি আখেরি মোনাজাতে অংশ নিতে শনিববার রাত থেকে তারাও ছুটছেন তুরাগ তীরে। তাবলিগ জামাতের সর্ববৃহৎ এ জমায়েতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। এতে ৫০টি দেশের মুসল্লিরা অংশ নেন।তিন দিনব্যাপী প্রথম পর্বের ইজতেমার শেষ দিন রোববার বাদ ফজর উসুলে বয়ানের মাধ্যমে দিনের কাযক্রম শুরু হয়। সকাল সকাল ৯টা পর্যন্ত চলবে এ বয়ান। এরপর এক ঘণ্টা বিরতি দিয়ে তাশকিল ও হেদায়েতি বয়ান শুরু হবে। বয়ান করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ। এরপর তিনিই বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আরবি ও উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা করবেন।আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বলেন, ‘আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।`তিনি বলেন, `মোনাজাতের দিন অন্যান্য দিনের চেয়ে দ্বিগুন ফোর্স মোতায়েন করা হবে। আখেরি মোনাজাতে অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ, আশুলিয়ার বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ থাকবে।’ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার। এ ছাড়া রয়েছে নৌ-টহল, আকাশে টহল দিচ্ছে র‌্যাবের হেলিকপ্টার। ২৪ ঘণ্টা সিসি ক্যামেরাসহ ওয়াচ টাওয়ারের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করছেন আইনশৃঙ্খলা বাহিনী।প্রথম পর্বের ইজতেমার শেষ দিনি রোববার লাখো মুসল্লি একসঙ্গে ফজরের নামাজ আদায় করেন। ১৬০ একর ইজতেমা ময়দান পেরিয়ে নামাজের কাতার বিস্তৃত হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের রাস্তাতেও। এ বছর মোট ৫ জন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।আখেরি মোনাজাতের মাধ্যমে রোববার প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে। চারদিন বিরতি শেষে ১৬ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এ বছরের জন্য বিশ্ব ইজতেমা শেষ হবে।