রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুরে অবস্থিত পুলপার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। রোববার সকাল সাড়ে ৮টায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় এক ঘন্টার চেষ্টার পর সাড়ে ন’টার দিকে আগুন নেভাতে সক্ষম হন তারা। ফায়ার সার্ভিস কর্মকর্তা বা বস্তিতে বসবাসকারীদের কেউ আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। তবে ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার আফজাল হোসেন জানান, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের এ ঘটনায় বস্তির প্রায় ৪০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক।