কামরুজ্জামান কামু জমা দেয়ার প্রায় এক বছর পর অবশেষে ৮ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেলো `দ্য ডিরেক্টর`। ২০ সেকেন্ডের একটি ফুটেজ বাদ দিয়ে সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে এই ছবিটিকে।ছবির কাহিনী গড়ে উঠেছে গ্রাম থেকে আসা এক যুবককে নিয়ে। চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন তার চোখে। এ স্বপ্ন পূরণের পথে আসে নানা ঘাত-প্রতিঘাত। অভিনয়ে পপি, মোশাররফ করিম, মারজুক রাসেল, নাফিজা, নাফা, কচি খন্দকার প্রমুখ।উল্লেখ্য, কয়েক মাস আগে সেন্সর বোর্ডের সদস্যরা লিখিত চিঠির মাধ্যমে পরিচালককে জানিয়েছিলেন `দ্য ডিরেক্টর` প্রদর্শনের উপযোগী নয়। তারই পরিপ্রেক্ষিতে ছবিটি মুক্তির দাবিতে আন্দোলন শুরু হয়।