দেশজুড়ে

সাতক্ষীরায় ১০টি পেট্রলবোমা উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত ১০টি পেট্রলবোমা উদ্ধার করেছে র‌্যাব-৬। শনিবার রাত ১১টায় লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে।সাতক্ষীরা র‌্যাব-৬-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমানের নেতৃত্বে বোমাগুলো উদ্ধার হয়।মিজানুর রহমান জানান, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সেখানে এনেছিল দুর্বৃত্তরা। রাতেই উদ্ধারকৃত বোমাগুলো সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়া হয়েছে।