দেশজুড়ে

গুলি ছুড়লেন ইউএনও!

কিশোরগঞ্জের নিকলীতে অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে স্থানীয় জেলেরা। এ সময় জেলেরা ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন। এমতাবস্থায় পুলিশকে গুলি করার নির্দেশ না দিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই পিস্তল বের করে ফাঁকা গুলি ছুড়লেন।শনিবার দুপুরে নিকলী উপজেলার রোদারপুড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মৎস্য আইনে সোনাম উদ্দিন (৬৫) ও শবদর আলী (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।পুলিশ সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মৎস্য কর্মকর্তাসহ আটজন আহত হয়েছেন।  স্থানীয়রা জানায়, রোদারপুড্ডা এলাকায় নদীতে অবৈধ বেড় জাল দিয়ে মাছ ধরছিল জেলেরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭টি জাল জব্দ করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, রোদার পোড্ডা মাইজহাটি পাকা সেতুর ওপর রোদে দেয়া দুটি জাল জব্দ করার সময় স্থানীয় জেলেরা আদালতের ওপর হামলা চালায়। এ সময় জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে ইউএনও নিজেই পিস্তল থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। তবে এতে কেউ হতাহত হয়নি।এ দিকে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিকেলে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এ ব্যাপারে নিকলী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিত চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালতের ওপর ইটপাটকেল নিক্ষেপ করার সময় পুলিশ তা প্রতিহত করে। তবে পুলিশ কোনো গুলি ছুড়েনি। তাছাড়া গুলি করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত পিস্তল থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ওসি।নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল আলম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জেলেরা অতর্কিত হামলা চালায়। তারা আমার দিকে বৃষ্টিরমতো ঢিল ছুড়ছিল। তাই ভয়ে আমি নিজের পিস্তল থেকে গুলি ছুড়ি। পুলিশকে কেন গুলি করার নির্দেশ না দিয়ে নিজে গুলি করলেন- এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান ইউএনও।নূর মোহাম্মদ/এএম/আরআইপি