কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় সজিব মিয়া নামে এক মােটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী পৌরসভার বরাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সজিব মিয়া জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক কটিয়াদীর বরাদিয়া এলাকায় মোটরসাইকেল আরোহী সজিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।নূর মোহাম্মদ/এসএস/এমএস