জাতীয়

মোনাজাত শেষে ফিরছেন মানুষ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরতে শুরু করছেন মানুষ। প্রবল ভিড়ের মধ্যেই তারা ঘরে ফিরছেন। কেউ পায়ে হেটে, কেউ বা বিশেষ ট্রেনে।সরেজমিনে দেখা গেছে, টঙ্গী থেকে বিশেষ ট্রেন কমলাপুর যাচ্ছেন। সেই ট্রেনেই উঠতেই ব্যাস্ত সকলেই। তিল ধারণের ঠাঁই না থকলেও সকলেই চেষ্টা করছেন ট্রেনে উঠার।তবে তিন দিন ধরে ইজতেমাতে যারা অংশ নিয়েছেন তারা বিকেল থেকে ফিরতে শুরু করবেন বলে জানা গেছে। যানবাহন সংকটটি তাদেরও ভোগান্তিতে ফেলবে বলে ধারনা করছেন তারা।এদিকে, ইজতেমার কারণে শনিবার রাত থেকেই টঙ্গী ও এর আশেপাশে এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে যেসব মুসল্লীরা ট্রেনে উঠতে পারছেন না তারা পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।এর আগে প্রায় আধ ঘণ্ট ব্যাপী মোনাজাতে তারা অংশ নেন। এসময় মুসলিম বিশ্বের শান্তি ও উন্নতি কামনা করেন তারা।