দেশজুড়ে

গাছের সঙ্গে বাসের ধাক্কা : নিহত ১

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চারাবটতলা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ যাত্রী। রোববার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে (সাতক্ষীরা-জ-১১-০১১৮) সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস চারাবটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তার পাশে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় অজ্ঞাত এক নারী (৩৫) ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো ১০ জন। আহতদের পার্শ্ববর্তী কাজীরহাট বাজারের বিভিন্ন ক্লিনিক ও যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জাগো নিউজকে জানান, বাস চালককে আটক করা সম্ভব হয়নি। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। কিন্তু তার পরিচয় জানা যায়নি। আকরামুল ইসলাম/এসএস/এমএস