কোরে অ্যান্ডারসন ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের অসাধারণ ব্যাটিং কল্যাণে সফরকারী শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল ম্যাকক্লেগানের বোলিং তোপে পরে সফরকারীরা। জয়াবর্ধনে ছাড়া অন্য ব্যাটম্যানই মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি স্বাগতিকদের বোলিংয়ের সামনে। জয়াবর্ধনের ১০৪ রানের উপর ভর করে ৯ উইকেটে ২১৮ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা। মিচেল ম্যাকক্লেগান নেন ৪ উইকেট।জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়েই সহজ জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। কোরে অ্যান্ডারসন ৮১ আর ৫১ রান আসে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে।এ জয়ে ৭ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা : ২১৮/৯ (জয়াবর্ধনে ১০৪,থিরিমান্নে ২৩,দিলশান ১৯;ম্যাকক্লেগান ৪/৩৬)নিউজিল্যান্ড : ২১৯/৭ (অ্যান্ডারসন ৮১,ম্যাককালাম ৫১;দিলশান ২/২৮)ফল : ৩ উইকেট জয়ী নিউজিল্যান্ড