ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে। কারণ প্রত্যেকটি পরিবারই এক একটি থানা। পরিবার প্রধানদের পরিবারের প্রত্যেক সদস্য সম্পর্কে দৃষ্টি রাখতে হবে। যাতে তারা কেউ বিপদগামী না হয়।রোববার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া থানা পরিদর্শনে গিয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।ডিআইজি বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটিসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়। কারণ মানুষকে হয়রানি করা পুলিশের উদ্দেশ্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখছে পুলিশ।থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক বদরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ উদ্দিন ভূঞার পরিচালনায় সভায় অারো বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব, মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান প্রমুখ।কামাল হোসাইন/এআরএ/এবিএস