কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে পাইলিংয়ের কাজ করার সময় পাইপের চাপায় মো. উজ্জল মিয়া (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় মোবারক হোসেন (২২) নামে আরো এক শ্রমিক। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত উজ্জল মিয়া নেত্রকোনার ধোবাউড়া উপজেলার উসমত আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় একই জেলার পূর্বধলা গ্রামের মোবারক হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে উন্নয়ন কাজ চলছে। বিকেলে একটি পাইলিং করার সময় হঠাৎ পাইপ হেলে পড়ে দুই শ্রমিকের ওপর। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।নূর মোহাম্মদ/এআরএ/এবিএস