দেশজুড়ে

সাতক্ষীরায় শিবির কর্মীসহ আটক ৪৮

সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ। জেলার আটটি থানার বিভিন্ন স্থানে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়ায় ছয়জন, তালায় পাঁচজন, কালীগঞ্জে ছয়জন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে পাঁচজন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটা থানা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটকরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।  আকরামুল ইসলাম/এএম/এমএস