ব্রাহ্মণাবড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রর অধীনে নবনির্মিত ৪৫০ মেগাওয়াট সাউথ ইউনিট থেকে চুরি যাওয়া প্রায় ১ টন তামার তার উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার জগদিশপুর থেকে অভিযান চালিয়ে এসব তার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।পুলিশ ও বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে নবনির্মিত ৪৫০ মেগাওয়াট সাউথ ইউনিটের প্রায় ১ টন তামার তার চুরি করে নিয়ে যায়। পরে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ মৌখিকভাবে চুরি যাওয়ার বিষয়টি আশুগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। এরপর সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জগদীশপুর গ্রামে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া তামার তারগুলো উদ্ধার করে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।আজিজুল সঞ্চয়/এসএস/আরআইপি