পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের সাময়িক বহিষ্কারাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। রোববার দুপুরে বিচারপতি কামরুল ইসলাম ও বিচারপতি রাজিক-আল-জিলিকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। বাদীপক্ষে রিটের শুনানি করেন ব্যারিস্টার আমিনুল হক।রামগড় উপজেলা চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ তার বহিষ্কারাদেশ হাইকোর্টে স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদের নামে ১৯৯৯ সালের ২৮ জুন রামগড় থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে গত ১৬ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯৯৮ সালের উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩-খ (১) ধারা অনুসারে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেন।মন্ত্রণালয়ের এ আদেশ চ্যালেঞ্জ করে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/পিআর