রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে ইউপিডিএফ সমর্থনপুষ্ট পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের নেত্রী নিরূপা চাকমার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।সোমবার সংগঠনটির সভাপতি সোনালী চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমার দেয়া এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন। ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি করে বিবৃতিতে বলা হয়, সোমবার দুপুর ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট গুচ্ছগ্রাম থেকে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত চাঁদের গাড়িতে করে উজোবাজার গিয়ে নিরূপা চাকমার ওপর লাঠিসোটা ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি আঘাতে নিরূপার মাথা ফেটে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য খাগড়াছড়ি নেয়া হয়।সুশীল প্রসাদ চাকমা/এসএস/পিআর