বিনোদন

সেলিম আল দীন স্মরণে উৎসব শুরু সোমবার

নাট্যাচার্য সেলিম আল দীনের প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্বপ্নদল আয়োজন করছে তিন দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১৫’। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে।এবারের উৎসবের স্লোগান- ‘বাঙলা নাট্যরীতির বিজয় কেতন, অমানিশাকালে স্বর্ণাভ চেতন, নাট্যাচার্য সেলিম আল দীন’।স্বপ্নদল জানিয়েছে, ১২ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন ম হামিদ। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়িত হবে স্বপ্নদলের নাট্যপ্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’।১৩ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (৭ম তলা) মঞ্চসারথি আাতাউর রহমানের সভাপতিত্বে থাকছে সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন বিষয়ক আলোচনা ও নাট্যাচার্য সেলিম আল দীন : নবীন সংবাদকর্মীর দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার।১৪ জানুয়ারি বুধবার সকাল ৮টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রাসহ পুষ্পাঞ্জলি অর্পণ।