পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মো. লিটন (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম (২৮) ও এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।পুলিশ জানায়, সকালে উপজেলার গুদিঘাটা বাজারে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আহসান ওরফে টুকুকে (৫০) হাতুড়ি পেটা করে একই এলাকার কয়েকজন ব্যক্তি। নাজমুল আহসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিনের অনুসারী। অপরদিকে হামলাকারীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানের অনুসারী বলে পরিচিত। নাজমুলের আহত হওয়ার খবর পেয়ে রফিউদ্দিনের সমর্থকরা গুদিঘাটা এলাকায় মহড়া দিয়ে আশরাফুলের সমর্থক আল-আমিন (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করেন। এ ঘটনা নিয়ে দুপুর থেকে আওয়ামী লীগের দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরে মহড়া দিতে থাকে। বিকেল ৫টার দিকে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় যুবলীগ কর্মী মো. লিটন, পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, ফারুক খান (৫০) ও সিদ্দিকুর রহমান (৪৮) ও পথচারী মো. রাশেদ (১০) গুলিবিদ্ধ হন। লিটনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি তিনজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এআরএ/এবিএস