খেলাধুলা

হাজার জয়ের ক্লাবে ফেদেরার

ক্যারিয়ারের ৮৩তম শিরোপা জয়ের পাশাপাশি ১০০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করলেন রজার ফেদেরার। রোববার ব্রিসবেন ফাইনালে কানাডার মিলস রাওনিচকে ৬-৪,৬-৭ (২/৭),৬-৪ সেটে হারিয়ে এই শিরোপা জিতেন ফেদেরার। আর এ জয়ের ফলে হাজার ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করলেন তিনি।  এর আগে উন্মোক্ত যুগে কেবল দুজন বিরল রেকর্ড স্পর্শ করেন। তারা হলেন যুক্তরাষ্ট্রের জিমি কোর্নস ও চেকোস্লোভাকিয়ার ইভান লেন্ডল।মেলবোর্নে এক সপ্তাহের ব্যবধানে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন। এর আগেই এই মাইলফলক মানসিকভাবে তাকে উজ্জীবিত করবে।