পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলসেতুর উপর গার্ডারের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী নীলসাগর এক্সপ্রেস নামের ট্রেনের ছাদে উঠে গন্তব্যে যাচ্ছিল বেশকিছু যাত্রী।রাত সাড়ে ৪টার দিকে ট্রেনটি কৈডাঙ্গা রেলসেতু অতিক্রম করার সময় ঘনকুয়াশায় ছাদে ভ্রমণকারী যাত্রীরা রেলসেতুর গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।ট্রেনটি চাটমোহরের রেলওয়ে স্টেশনে এসে থামালে আহতদের চিৎকারে স্থানীয়রা ছাদ থেকে কিছু মানুষকে নিচে নামিয়ে আনেন। এসময় তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ। চাটমোহর রেলস্টেশন ব্যবস্থাপক মহিউল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।