সাতক্ষীরা সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।মঙ্গলবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর এলাকায় সাতক্ষীরা জ-১১-০১০৪ নামে যাত্রীবাহী বাসটির চাকা পামচার হয়ে যায়। এ সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি পাশ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসে থাকা ২০ জন আহত হন। পরে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় চালক পল্টুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আকরামুল ইসলাম/এএম/এমএস