দেশজুড়ে

খুনি-রাজাকারদের সঙ্গে ঐক্য হতে পারে না : নৌমন্ত্রী

খালেদা জিয়াকে খুনি ও ঘসেটি বেগম উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, তাদের জোটে ৫টি খুনি রাজনৈতিক দলকে একত্রিত করা হয়েছে। তাদের কাজই হচ্ছে খুন-সন্ত্রাস আর জঙ্গিবাদ। খুনি-রাজাকারদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য হতে পারে না।মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, সারাবিশ্বের কোথায় কোনো পরাশক্তি জঙ্গিবাদ মোকাবেলা করতে পারছে না। কিন্তু জঙ্গিদের মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, তা পৃথিবীর অন্য কোথাও সম্ভব নয়।  মঙ্গলবার দুপুর ১২টার পর বিশাল গাড়িবহর নিয়ে শোলাকিয়ায় জঙ্গি হামলার স্থান পরিদর্শন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি পুলিশ সদস্যদের যেখানে হত্যা করা হয়েছিল, সে স্থান ঘুরে দেখেন। পরে গুলিতে নিহত ঝর্ণা ভৌমিকের বাড়িতে গিয়ে তার স্বজনদের সমবেদনা জানান এবং পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। পরে স্থানীয় আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে মন্ত্রী বলেন, কারা দেশে জঙ্গিবাদ-সন্ত্রাস চালাচ্ছে, তা সবাই জানে। তাদের মদদদাতাদেরও চিহ্নিত করা গেছে। পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ-পরিবহন মন্ত্রী। জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করে মন্ত্রী বলেন, জঙ্গিদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। পৃথিবীর আর কোথাও এমনটি দেখা যায় না। শেখ হাসিনার জঙ্গিবিরোধী ব্যবস্থাকে বিশ্বের অদ্বিতীয় বলে উল্লেখ করেন তিনি। শোলাকিয়া ও গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, যখনই জামায়াত নেতাদের মানবতাবিরোধী মামলায় কোনো রায় দেয়া হয়, তখনই দেশে এমন ঘটনা ঘটানো হয়। সরকার শক্ত হাতে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করছে বলেও জানান তিনি। এ সময় ঢাকা-১৯ আসনের এমপি ডা. এনামুর রহমান, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহম্মেদ তৌফিক, পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান, ইসমত কবির গামা, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।নূর মোহাম্মদ/এসএস/আরআইপি/এমএফ