নিজের প্রথম প্রযোজিত ছবি ‘এক কাপ চা’ এর মুক্তির পর এবার দ্বিতীয় ছবি প্রযোজনা ও কাজ শুরু করার ঘোষণা দিলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। এবারের চলচ্চিত্রটি নির্মিত হবে প্রতিবন্ধীদের নিয়ে।সম্প্রতি এক অনুষ্ঠানে ফেরদৌস তার এই নতুন চলচ্চিত্রের ঘোষণা দেন। ঘোষণায় ফেরদৌস বলেন, `এক কাপ চা সিনেমায় আপনাদের সমর্থন পেয়েছি। সবকিছু ঠিক থাকলে জাফর ইকবালের গল্প ‘আঁখি এবং আমরা কজন’ নিয়ে সিনেমা নির্মাণ করতে চাই। জাফর ইকবাল স্যারের সঙ্গে কথা বলে এই গল্পটি নিয়েই শীগ্রই কাজ শুরু করব বলে আশা করছি।`