দেশজুড়ে

কিশোরীকে যৌন হয়রানি : ইউপি সদস্যসহ আটক ২

দিনাজপুর জেলার ফুলবাড়ীতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। ফুলবাড়ীর দৌলতপুর জয়নগর বাজার থেকে সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটক ইউপি সদস্য ফুলবাড়ীর বারাইপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির (৩০) ও একই এলাকার জানু শেখের ছেলে হবিবর রহমান (৫০)।  এ ঘটনায় যৌন হয়রানির শিকার কিশোরীর বাবা বারাইপাড়া গ্রামের সেকেন্দার আলী বাদী হয়ে সোমবার বিকেলে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং-১০। ফুলবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, গত ১৭ জুলাই বারাইপাড়া গ্রামের সেকেন্দার আলীর কিশোরী মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা চালায়। এ সময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আমিনুল ইসলামকে ধরে ফেলে। খবর পেয়ে কিশোরীর বাবা বাড়িতে আসেন। এ সময় ইউপি সদস্য হুমায়ুন কবির ও আমিনুলের বাবা হবিবর রহমান গ্রাম্য সালিশের মাধ্যমে আপস-মীমাংসার কথা বলে আমিনুলকে ছাড়িয়ে নেয়। এরপর থেকে মীমাংসার কথা বলে টালবাহানা করতে থাকে তারা।  সবশেষে সোমবার ২৫ জুলাই ওই কিশোরীর বাবা সেকেন্দার আলী, ফুলবাড়ী থানায় ধর্ষণের অভিযোগ এনে আমিনুল ইসলাম ও তার বাবা হবিবর রহমান এবং ইউপি সদস্য হুমায়ুন কবিরকে আসামি করে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তাদের গ্রেফতার করে।  এমদাদুল হক মিলন/এএম/এবিএস