দশম সংসদের শীতকালীন ও নতুন বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৯ জানুয়ারি সোমবার। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই অধিবেশন আহবান করেছেন। সোমবার সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, আগামী ১৯ জানুয়ারি দশম সংসদের পঞ্চম অধিবেশন শুরু হবে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে এই অধিবেশন। অধিবেশনের শুরুতে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।এছাড়া এবারের শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।