বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ত্রাসী ও জঙ্গী লালন করে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জঙ্গী ও সন্ত্রাসী লালনকারীদের সঙ্গে কোন আলোচনা নয়।’সোমবার সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবরোধে অগ্নিদগ্ধদের দেখতে আসেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা সাম্প্রতিক রাজনৈতিক সংকট মূহুর্তে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সংলাপে আদৌ হবে কিনা জানতে চাইলে তিনি এ কথা বলেন।তিনি বলেন, “খালেদা জিয়া অবরোধের নামে নিরীহ মানুষ হত্যা করছেন। তার নির্দেশে রাস্তায় পেট্রোল বোমা মেরে, গাড়িতে আগুন দিয়ে মানুষ মারছেন। অথচ খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে আরাম করছেন।” এটা কোন ধরণের আন্দোলন কিনা প্রশ্ন করেন তিনি।খালেদা জিয়া নাশকতামূলক এ ধরণের আন্দোলনের মাধ্যমে কি অর্জন করতে চান প্রশ্ন করে তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি এই ধরণের আন্দোলন করে কোন কিছু অর্জন করতে পারেননি। এবারও কোন কিছু অর্জন করতে পারবেন না।দেশে কোন অবরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে কোন অবরোধ নেই। দেশের মানুষ অবরোধ মানছেন না। সন্ত্রাসী লেলিয়ে দিয়ে, গুপ্ত হামলা চালিয়ে জনগণের আস্থা অর্জন করা যায় না। আন্দোলনের নামে যা হচ্ছে তা খালেদা জিয়ার হিংসার প্রতিফলন।যারা অবরোধে অগ্নিদগ্ধ হয়েছেন সরকার তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের চিকিৎসার যেন কোন ধরণের ত্রুটি না হয়।জেইউ/আরএস