নিঃশর্তভাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্ত এবং শিক্ষা জাতীয়করণ করা না হলে আগামী ২৮ জানুয়ারির পর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছেন বরিশালের শিক্ষক নেতৃবৃন্দ।সোমবার দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্ট’র উদ্যোগে নগরীর ফজলুল এভিনিউ সংগঠনের কার্যালয়ে পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময় সভায় শিক্ষক নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।সংগঠনের আঞ্চলিক সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিবাধিকার জোটের আঞ্চলিক সভাপতি ডা. হাবিবুর রহমান, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি একে আজাদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তীসহ অন্যান্যরা।