জাতীয়

২২ জেলায় বিজিবি মোতায়েনের নির্দেশ

দেশের ২২ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী চেয়ে জেলা প্রশাসকরা (ডিসি) সরকারের কাছে আবেদন জানানোর পর সোমবার মন্ত্রণালয় থেকে বিজিবির মোট ৫৯ প্লাটুন সদস্য মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়াও পাঁচ জেলায় চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিজিবির সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার উপসচিব হাবীবুর রহমান এ-সংক্রান্ত চিঠিতে সই করেছেন। বিজিবি নিয়োগের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার এবং বিজিবি প্রধানকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালেয়র উপসচিব মো. হাবিবুর রহমান। সোমবার রাতে তিনি বলেন, রাজধানী ছাড়াও দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েনের জন্য চিঠি দেওয়া হয়েছে। গাজীপুর, বগুড়া, চাপাইনবাবগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়াসহ ১৬ জেলায় ৪৯ প্লাটুন এবং রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা বলা হয়েছে চিঠিতে। আর বাকি জেলাগুলোতে ডিসিদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করা হবে। হাবিবুর রহমান আরো বলেন, বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কাছে নিরাপত্তা জোরদার করতে অনুরোধ জানিয়েছিলেন জেলা প্রশাসকরা ( ডিসি)। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন সহিংস পরিস্থিতি মোকাবিলায় গত কয়েক দিনে সরকারের কাছে নিরাপত্তা জোরদার করতে অনুরোধ জানান ডিসিরা। তারা পরিস্থিতি সামাল দিতে বিজিবি চেয়ে মন্ত্রণালয়ে চিঠিও পাঠান। এর আগে অবরোধে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও রেলপথে নাশকতা রোধে সোমবার সন্ধ্যার মধ্যে আট হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করার কথা বলা হয়।