পটুয়াখালী জেলার বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ফারুকসহ ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন পটুয়াখালীর দ্রুত বিচার আদালত।বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমানের দায়ের করা একটি মামলায় বুধবার পটুয়াখালীর দ্রুত বিচার আদালতের বিচারিক হাকিম এস এম তারিক শামস ওই আদেশ দেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ মার্চ (মঙ্গলবার) বিকেলে আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ফারুকের নেতৃত্বে কয়েকজন চেয়ারম্যান মজিবুরকে মারধর করে আহত করেন। পরে চেয়ারম্যান মজিবুরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম শামীমুল হক ছিদ্দিকী ও পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান। এ ঘটনায় তিনি ১৩ মার্চ পটুয়াখালীর দ্রুত বিচার আদালতে আবদুল মোতালেব হাওলাদার ও মো. ইব্রাহিম ফারুকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পটুয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে ১৫ জুন ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত বুধবার সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। এমএএস/আরআইপি/এমএফ