দেশজুড়ে

আশুগঞ্জে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দেয়াল চাপায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে আশুগঞ্জ নৌবন্দরে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম উপজেলার চরচারতলা এলাকার কুড়ের পাড়ের মো. আলমগীর সর্দারের ছেলে। তিনি আশুগঞ্জ নৌ-বন্দরে শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে সাদ্দাম নৌ-বন্দরের শফিকুর রহমান ভূঁইয়ার সারের গুদামের পাশে কাজ করছিলেন। এসময় হঠাৎ গুদামের নিরাপত্তা দেয়ালটি ভেঙে সাদ্দামের উপর পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় সাদ্দামের সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আাশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি