চকলেটের লোভ দেখিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই উপজেলার মো. হারুন অর রশিদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।বুধবার দুপুরে শিশুটির মা আটক ওই ব্যক্তিকে আসামি করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।মঙ্গলবার বিকেলে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে মো. হারুন অর রশিদকে আটক করে পুলিশ। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই শিশুর মা তার নানাবাড়ি যান। এ সুযোগে হারুন শিশুটিকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে হারুনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ রাত ১১টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।শিশুটির মা মুঠোফোনে জাগো নিউজকে বলেন, আমার এই মাসুম বাচ্চাটার যে সর্বনাশ করেছে, আমি তার উপযুক্ত শাস্তি চাই।নাম প্রকাশ না করার শর্তে শিশুটির পাশের বাড়ির একজন জাগো নিউজকে জানান, হারুন শিশুটির সম্পর্কে চাচা হন। তিনি মাদরাসার শিক্ষক। এ রকম ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন তিনি।পূর্বধলা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, অভিযুক্ত হারুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।কামাল/এএম/আরআইপি