পিরোজপুরের নাজিরপুরে কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় চার যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তবিবুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৃত অনিল মন্ডলের ছেলে অনুপ মন্ডল (১৮), একই গ্রামের নিখিল ওঝার ছেলে তীর্থ ওঝা (১৮), তরুণ বৈরাগীর ছেলে জয়ন্ত বৈরাগী (১৮) ও বিকাশ ডাকুয়ার ছেলে কিশোর ডাকুয়া (২২)।পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের নাজিরপুর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে এ চার যুবক উত্যক্ত করতো। এ ঘটনায় ছাত্রীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানা পুলিশের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের প্রেক্ষিতে সদর থানা পুলিশ অভিযুক্ত চারজনকে আটক করে। পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তবিবুর রহমানের ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়। আদালত অনুপ মন্ডল, তীর্থ ওঝা, জয়ন্ত বৈরাগীকে দুই হাজার করে ও কিশোর ডাকুয়াকে চার হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে সবাইকে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত। হাসান মামুন/এএম/এবিএস